Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47

খোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ :

ডিজিটাল বাংলাদেশ গড়বো বলে আমরা ঘোষণা দিয়েছিলাম, আর ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে সমবায় দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা ধনী-গরিব বৈষম্য কমিয়েছি। সরকারের নীতির কারণে আয়-বৈষম্য কমেছে বলেও জানান তিনি।”
শেখ হাসিনা বলেন, “সমবায় একটি দর্শন হিসেবে গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিভাবে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা যায়, ধনী-গরিব বৈষম্য কমানো যায় সে চেষ্টাই করেছেন তিনি।”
প্রধানমন্ত্রী বলেন, “আমরা যা-ই করতে চাই আমাদের সম্মিলিতভাবে করতে হবে। আর এই চেষ্টাটাই করেছেন বঙ্গবন্ধু।”
তিনি বলেন, “বাংলাদেশে আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবো। যেখানে সেখানে শিল্পাঞ্চল করা হবে না। কৃষি জমি নষ্ট করা যাবে না, রক্ষা করতে হবে।”
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের নীতিই হচ্ছে বাংলাদেশকে উন্নত করা। সমবায়কে বহুমুখী সমবায় হিসেবে গড়ে তোলা। দেশের উন্নয়ন করতে হলে সম্মিলিতভাবে কাজ করতে হবে, তবেই হবে মূল উন্নয়ন। আমাদের সরকারের নীতিই হচ্ছে বাংলাদেশকে উন্নত করা। সুখী, সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করা।
দারিদ্র্য বিমোচনে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাইক্রো ক্রেডিটের পরিবর্তে মাইক্রো সেভিংস চালু করা হয়েছে। সরকারের সুষ্ঠু নীতির কারণে ধনী-দরিদ্রের ব্যবধান কমেছে। বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
কৃষি জমির গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, চাষ উপযোগী জমি সংরক্ষণ করতে হবে, পণ্য উৎপাদন বাড়াতে হবে। আর শিল্প কারখানা হবে নির্দিষ্ট জায়গায়। এ জন্য আমরা অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তুলেছি।