Mon. Oct 20th, 2025
Advertisements
খো14915259_1316615241691637_7427468058716074603_nলা বাজার২৪, রবিবার, ৬ নভেম্বর ২০১৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ‘রাজনৈতিকভাবে নয়, কেবলমাত্র বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমেই সাম্প্রতিককালে ব্রাক্ষণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলারীদের বিচার সম্ভব।’

রবিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে মন্তব্য করে এমাজউদ্দিন বলেন, ‘আমরা অতীতে দেখেছি হামলাকারীদের সঠিক কোন বিচার হয়নি। রাজনৈতিক প্রক্রিয়ায় এর বিচার সম্ভব নয়। আমরা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

একই আলোচনা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আর কোনো কিছু বন্ধ করবেন না। দরজা একটু খুলে দিন। দেশের মানুষ যদি একবার ঘুরে দাঁড়িয়ে আইন প্রতিষ্ঠার জন্য বেআইনি কাজ শুরু করে তাহলে জনগণকে সামাল দিতে পারবেন না। আপনাদের জন্য মর্মান্তিক সময় ঘনিয়ে আসবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে সমাবেশের অনুমতি চেয়েছিলাম সেটি আল্লাহ জানে, শুধু আওয়ামী লীগ আর তাদের আইনশৃংখলা বাহিনী জানে না।’

আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন ও এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।