খোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬: সেভিয়ার মাঠে শুরুতে পিছিয়ে পড়া বার্সেলোনা শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। বার্সার হয়ে গোল দুটি করেন মেসি ও সুয়ারেজ।
বার্সেলোনার শুরুর আক্রমণের ধাক্কা সামলে রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে সেভিয়া। ফল পেতেও দেরি হয়নি। সের্হি রবের্তোর ভুলে মাঝমাঠে বল পায় স্বাগতিকরা। মিডফিল্ডার পাবলো সারাবিয়ার পাস যখন ভিতোলোকে খুঁজে পায় সামনে তখন কেবল বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। বিপদ দেখে এগিয়ে আসছিলেন গোলরক্ষক। কিন্তু তাকে ফাঁকি দিয়ে ১৫ মিনিটের মাথায় বার্সার জালে বল পাঠিয়ে এগিয়ে যায় সেভিয়া।
পিছিয়ে পড়া বার্সেলোনা সমতায় ফেরে ৪৩ মিনিটে। নেইমারের দারুণ পাসে ডি বক্সের বাইরে থেকে নিখুঁত লক্ষ্যভেদে বল জালে পাঠান মেসি। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
প্রথমার্ধের অনুজ্জ্বল বার্সেলোনা স্বরূপে ফিরে দ্বিতীয়ার্ধে। একের পর এক সুযোগ তৈরি করা অতিথিরা এগিয়ে যায় ৬১ মিনিটে। বল পেয়ে দ্রুত গতিতে খানিকটা এগিয়ে যান মেসি। সেভিয়ার খেলোয়াড়রা তাকে ঘিরে ধরলে বল বাড়ান অরিক্ষত সুয়ারেজকে। ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান উরুগুয়ের স্ট্রাইকার।
ব্যবধান বাড়ানোর অনেক সুযোগ নষ্ট করা বার্সেলোনাকে শেষের দিকে চেপে ধরে সেভিয়া। কিন্তু সমতা ফেরাতে পারেনি তারা।