Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35kখোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬: স্ত্রী মারা গেছেন। মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যাওয়ার অর্থ নেই। তাই ঠেলায় করেই ৬০ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে। সম্প্রতি ভারতের হায়দরাবাদ রাজ্যের এক বৃদ্ধের জীবনে এমন ঘটনা ঘটেছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হায়দরাবাদের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রামুলা এবং তাঁর স্ত্রী কবিতা কুষ্ঠরোগে আক্রান্ত। গত শুক্রবার হায়দরাবাদের লিঙ্গমপলি রেলওয়ে স্টেশনের কাছে কবিতা মারা যান। ভিক্ষাবৃত্তিতে করে সংসার চালানো রামুলার কোনো অ্যাম্বুলেন্সে করে স্ত্রীকে ৬০ কিলোমিটার দূরবর্তী গ্রামে নিয়ে যাওয়ার মতো অর্থ নেই। তাই ভিক্ষার ঠেলাতে করেই স্ত্রীকে নিয়ে নিজের গ্রাম মেদাক জেলার সংগারেড্ডির উদ্দেশে রওনা হন তিনি।
শুক্রবার সকালে হায়দরাবাদ শহর থেকে গ্রামের উদ্দেশে রওনা দেন রামুলা। কিন্তু ওই রাতে চলতে চলতে পথ হারান তিনি। পরের দিন শনিবার সকালে রামুলা উপস্থিত হন ৬০ কিলোমিটার দূরবর্তী ভিকারাবাদ এলাকায়। ওই এলাকার মানুষ রামুলার জন্য চাঁদা তুলে অ্যাম্বুলেন্স ভাড়া করে। পরে সেই অ্যাম্বুলেন্সে করেই রামুলার স্ত্রী কবিতার মৃতদেহ সংগারেড্ডি গ্রামে নেওয়া হয়।
ভিকারাবাদ শহরের সার্কেল ইন্সপেক্টর জি রাভি বলেন, রামুলার স্ত্রীর শেষ ইচ্ছে ছিল নিজ গ্রামে শেষকৃত্য। তবে অ্যাম্বুলেন্স চালকরা এজন্য পাঁচ হাজার রুপি ভাড়া চায়। এত অর্থ তাঁর কাছে নেই। তাই ঠেলাতে করে স্ত্রী নিয়েই গ্রামের উদ্দেশে রওনা হন রামুলা।
এনডিটিভি জানায়, রামুলা এবং কবিতা কুষ্ঠরোগী হওয়ায় শেষকৃত্যে কোনো সহায়তা করেনি তাঁদের স্বজনরা। স্ত্রীর শেষকৃত্যের সব আচার স্বামী রামুলাকেই পালন করতে হয়েছে।