Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
00-303-171খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে একা ও পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া সমাধি প্রাঙ্গণে অবস্থিত মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের নব-গঠিত কমিটির নেতারা ছাড়াও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌছালে দলের কেন্দ্রীয় কমিটির নেতারা তাকে অভিনন্দন জানান।