মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী কারা-নির্যাতিত ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
‘অবরুদ্ধ গণতন্ত্র-দুঃশাসনের ১০ বছর’ শীর্ষক এ সভায় তিনি বলেন, বিএনপিতে উপর-নিচ বলে কিছু নেই। বিএনপিতে একজনই নেত্রী, তিনি হলেন খালেদা জিয়া।
সরকারকে উদ্দেশ করে শামসুজ্জামান দুদু বলেন, আপনাদের কাছে আমরা জবাব চাই। কেনো আমরা ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করতে পারবো না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচন কিংবা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দুদু।
আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।