খোলা বাজার২৪, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬:
বিপিএল শেষেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে পা রাখার কথা বাংলাদেশের। এই সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।
ভিন্ন কন্ডিশনে সফরের আগে বাংলাদেশকে হুঙ্কার দিলেন নিউজিল্যান্ডের গ্রান্ড এলিয়ট। তিনি বলেছেন, নিউজিল্যান্ড দলে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির মতো সেরা পেসার রয়েছে। ফলে, বাংলাদেশের বিরুদ্ধে সবুজ উইকেটই বানাবে নিউজিল্যান্ড। এই উইকেটে বাংলাদেশের খেলোয়াড়দের সুইং ও বাউন্স মোকাবেলা করতে হবে। তাদের স্পিনাররা খুব বেশি সুবিধা করতে পারবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের কন্ডিশন আর নিউজিল্যান্ডের কন্ডিশন সম্পূর্ণ আলাদা। তবে, বাংলাদেশ দলে কিছু সেরা খেলোয়াড় আছে যারা যেকোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। বিপিএল শেষ করেই খেলোয়াড়রা উড়াল দিবে অস্ট্রেলিয়ায়। সেখানে কিছুদিন অনুশীলন করে এরপর টাইগাররা যাবে নিউজিল্যান্ডে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২০ জানুয়ারি।