Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

62খোলা বাজার২৪, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬:
রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট বলেছেন, মানুষের জন্য আইন। আইনের জন্য মানুষ নয়। তাই আইনের শাসন প্রতিষ্ঠায় অব্যাহত প্রয়াস চালাতে হবে।

রোববার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির ১২৫ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, স্বল্প গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হলো রাষ্ট্রের সব নাগরিকের জন্য আইনের সমান ও আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা।
আইনজীবীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অস্বচ্ছল ও সহায় সম্বলহীন মানুষের মাঝে আইনের সহায়তায় বর্তমান সরকার আইনগত সহায়তা আইন ২০১৬ পাশ করেছে। এই আইনের আওতায় প্রতিদিন শত শত দারিদ্র মানুষ আইনের সেবা নিচ্ছে।
আইনজীবীদের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অসহায় বিচার প্রার্থীর মামলা বিনা পারিশ্রমিকে নিষ্পত্তি করবেন। দেখবেন এর ফলে সমাজের চেহারা পাল্টে যাবে।
আবদুল হামিদ অ্যাডভোকেট বলেন, আইন হলো ইঁদুর মারার কলের মতো। এর শরণাপন্ন হওয়া খুবই সহজ, কিন্তু এর থেকে বের হওয়া তত সহজ নয়। তাই দেশের নাগরিক যাতে ধনী গরীব নির্বিশেষে আইনের সমান অধিকার পেতে পারে সে লক্ষ্যে আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। কিন্তু আইনের বেড়াজালের কথা ভেবে অনেকেই আইনের আশ্রয় নিতে ভয় পায়।
অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোঃ মুলতান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক এমপি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।