খোলা বাজার২৪, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬:
নির্বাচন কমিশনসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে আগামী শুক্রবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন বিকেল ৪টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা রয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খানের কাছে জানতে চাইলে এ বিষয়ে জানান।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ সরকার গঠনের দলের প্রস্তাবনা তুলে ধরবেন বলে দলের নেতারা জানিয়েছেন। এ ছাড়া সংখ্যালঘু হিন্দু ও আদিবাসী সম্প্রদায়সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলবেন বিএনপির চেয়ারপারসন।
সংবাদ সম্মেলনে সাংবাদিক ছাড়াও সুশীলসমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।