খোলা বাজার২৪, রবিবার, ২০ নভেম্বর ২০১৬:
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের আলীপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মহাদেব গাছে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শনিবার দিবাগত রাত ৮টায় এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। আগুনে মহাদেব গাছের একাংশ ভুম্মিভুত হয়ে পড়ে। খবর পেয়ে রাতেই সুনামগঞ্জের এডিশনাল এসপি হাবিবুল্যাহ,ওসি তদন্ত দেলোয়ার হোসেন ও চরন্নারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রাখা হয়েছে । এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। রোববার সকাল ১১টায় ইউএনও মো:আলমগীর কবির ঘটনাস্থল পরিদর্শনে আলীপুরে যান।
স্থানীয়রা জানান, প্রায় দুইশত বছরের পুরাতন এই মহাদেব গাছস্থলে গ্রামের লোকজন ধর্মীয় বিভিন্ন পূজা পার্বন করে আসছে। আবহমান কাল থেকেই হিন্দু-মুসলিম মিলেমিশে ধর্মীয় সম্প্রীতি নিয়ে বসবাস করছি, কিন্তু বিগত দিনে এধরনের কোন ঘটনা ঘটেনি। পেট্রোল ঢেলে মহাদেব গাছে আগুন দেয়ার এ ঘটনা কোন বিচ্ছন্ন ঘটনা নয়, পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে অনেকেই মনে করছেন।
এ ঘটনাকে ধর্মীয় অনুভুতিতে আঘাত উল্লেখ করে ইউপি সদস্য স্বজল দাস এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তি দাবী করেন।
গ্রামের ক্ষীরদ রঞ্জন সরকার জানান, বেশ কিছু দিন আগে গ্রামবাসীর বাঁধা উপেক্ষা করে মহাদেব গাছের পাশে মাউতী গ্রামের মনসুর মিয়া দেবোত্তর পুকুরটি ভরাট করে দখল করে নেন। তবে স্থানীয়রা জানিয়েছেন, সাধন কুমার দাস তার কাছে জায়গাটি ২ লাখ টাকায় বিক্রি করেছেন।
অমর চাঁদ দাস বলেন, দায়িত্বশীল তদন্ত করে আসল ঘটনা বের করতে হবে , তা না হলে বিষয়টি ভয়াবহ আকার দেখা দেবে।
এ ব্যাপারে চরন্নারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমি একজন জনপ্রতিনিধি হিসেবে তাৎক্ষনিক খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি এবং বিভিন্ন জনের সাথে কথা বলেছি,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক । তিনি বলেন হাওরের এই সুনামগঞ্জের প্রতিটি ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে দীর্ঘদিন ধরেই আবদ্ধ। তাই এই ঘটনাটি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির তিনি দাবী জানান।
দেবোত্তর গাছে আগুন লাগানোর ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে, পুলিশ মোতায়েন রাখা হয়েছে, ঘটনার ক্লু উদঘাটনে পুলিশ সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।