Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, সোমবার, ২১ নভেম্বর ২০১৬:  মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি ও এয়ারটেল একীভূতকরণ ফি বাবদ ৪০৭ কোটি টাকা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-বিটিআরসির কাছে হস্তান্তর করেছে রবি।
রোববার রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের হাতে একীভূতকরণের চেক তুলে দেন। এসময় এয়ারটেলের সাবেক সিইও পিডি শর্মা উপস্থিত ছিলেন।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘রবি-এয়ারটেলের মার্জারের ফি’র একটা অংশ আমরা হাতে পেলাম। আশা করছি, নতুনভাবে নতুন উদ্যমে রবি গ্রাহকদের আরও ভালো সেবা দিতে সক্ষম হবে।’
এর আগে বিটিআরসির ২০০তম কমিশন সভায় মার্জারের মোট ফি ৫০৭ কোটি টাকা প্রদানের জন্য রবিকে তিন কিস্তির সুবিধা দেয় বিটিআরসি।
উল্লেখ্য, গত সপ্তাহে রবি ও এয়ারটেল- দুটি কোম্পানি একীভূত হয়ে রবি নামে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। একীভূত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড নামে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। রবির পাশাপাশি কোম্পানির একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে থাকছে এয়ারটেল।
একীভূতকরণ শেষে বর্তমানে অপারেটরটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ২২ লাখ যা দেশে কোনো অপারেটরের গ্রাহক সংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে।
একীভূতকরণ প্রক্রিয়া শেষে রবির অর্ধেকের বেশি অর্থাৎ ৬৮ দশমিক ৭ শতাংশ মালিকানায় রয়েছে আজিয়াটা। ভারতীয় এয়ারটেলের ২৫ শতাংশ এবং বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিক জাপানের এনটিটি ডোকোমো।
রবি ও এয়ারটেল একীভূত হওয়ার ফলে দেশজুড়ে কোম্পানিটির ‘সবচেয়ে’ বিস্তৃত নেটওয়ার্কের পাশাপাশি মোবাইল ইন্টারনেট সেবায় আরও শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে বলে মনে করছে অপারেটরটি।