Thu. Oct 16th, 2025
Advertisements

Suicideখোলা বাজার২৪, সোমবার, ২১ নভেম্বর ২০১৬:  চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যা করেছে। রবিবার ২০ নভেম্বর সকালে নিজ বসায় আত্মহত্যা করে আবুল হাশেম (২৮) নামক এ যুবক।সে নগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকার তক্তারপুল নেয়ামত আলী সুফির বাড়ির মৃত আব্দুল হাকিমের ছেলে। সে পেশায় একজন সুইপার।
এব্যাপারে ইপিজেড থানার এসআই শওকত জানায়, বেলা ১১ টা নাগাদ এলাকায় আত্মহত্যার ঘটনার খবর আসে। এরপর পুলিশ ঘটনাস্থানে গিয়ে লাশ উদ্ধারকরে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে একটা প্রাথমিক পর্যায়ে জিডি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিক্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।