Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২১ নভেম্বর ২০১৬: 55
সশস্ত্র বাহিনীকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে কখনো ব্যবহার করেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকালে সেনাকুঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বিভাগে আয়োজিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। এই কার্ড দিয়ে তারা বিনা ভাড়ায় বিমান, ফেরি ও বাস ভ্রমণের সুযোগ পাবে।
সেমময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব সশস্ত্র বাহিনীর হাতে ন্যস্ত। সেই পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলা, দেশের উন্নয়ন কার্যক্রম ও আইনশৃংখলা রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এসময় তিনি দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
দেশের যেকোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনীকে নিবেদিত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা কারো কাছে হাত পেতে ভিক্ষা নিতে পারি না।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ এগিয়ে নেয়া ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্র ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, শিগগিরই অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধশালী হবে।
শুধু দেশে নয়, বহির্বিশ্বেও সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।