Mon. Oct 20th, 2025
Advertisements

4kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬:  নাসিরনগরে হিন্দু পরিবারের ঘরবাড়ি ও মন্দিরে হামলার পর আতংক ও থমথমে অবস্থা কেটে গেছে এবং পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে অনেকটাই। ঘরবাড়ি ও মন্দির মেরামত করছেন ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের লোকজন। প্রশাসন ও ব্যক্তিগত সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে তারা। জনমনে আতংক কমে যাওয়ায় ও সার্বিক পরিস্থিতি আগের তুলনায় বেশ শান্ত। বর্তমানে হিন্দু পরিবারের লোকজন বাড়িঘর মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন।

হামলায় ক্ষতিগ্রস্ত কাশি পাড়ার বিমোল বিহারী চৌধুরী জানান, ৩০ অক্টোবরে আমার পরিবারের বেশকয়েকটি ঘর ও পারিবারিক মন্দির ভাঙচুর করে দুর্বৃত্তরা। তবে বিভিন্ন সরকারি বেসরকারি ত্রাণ সহায়তায় আবারো আমাদের ঘরবাড়ি ঠিক করছি। তিনি আরও জানান, বিভিন্ন সময়ে তিন বান্ডেল টিন ও ২১ হাজার টাকা ত্রাণ সহায়তা পেয়েছেন তিনি।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকতা মো. লিয়াকত আলী বলেন, এলাকায় বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রায় শতাধিক পরিবারকে বিভিন্নভাবে পাওয়া অনুদান বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারিভাবে প্রায় ৬ লাখ টাকার উপরে ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাওয়া সাড়ে সাত লাখ টাকা ও সরকারিভাবে ১১৪ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। তাছাড়া রেড ক্রিসেন্টের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে ব্যবহার্য সামগ্রী প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও মন্দির মেরামত কাজ চলছে নাসিরনগরে। ক্ষতিগ্রস্তদের মাঝে আরও সহায়তা করা হবে বলেও জানান তিনি।