Tue. Oct 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬:79
মেয়েদের তিনি শ্রদ্ধা করেন জানিয়ে সম্প্রতি করা বিজ্ঞাপনটির জন্য ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং।

রণবীর বলেছেন, ক্যাম্পেইন ডিজাইনের জন্য প্রত্যেক ব্রান্ডকে স্বাধীনতা দেয়া উচিত। কিন্তু আমার মনে হয় এটা আমরা ভুলভাবে নিয়েছি। আমি এর জন্য দুঃখিত। কিন্তু এটা এখন অতীত।
তিনি বলেন, আমরা সেটি সংশোধন করেছি। ৩০টি শহর থেকে যত তাড়াতাড়ি সম্ভব হোর্ডিংগুলো তুলে নেয়া হচ্ছে। আমি প্রত্যেক মেয়েদের পেশাগত ও ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। এমন কিছু আমি করব না যাতে তাদের সম্মানহানি হয়।
সম্প্রতি একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। কিন্তু বিজ্ঞাপনটি করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। রণবীর বিজ্ঞাপনে মেয়েদের অপমান করেছেন, এই ধরনের অভিযোগ উঠেছে। সেটি নিয়েই ক্ষমা চাইলেন রণবীর।
যে বিজ্ঞাপনটি নিয়ে বিতর্কের সূত্রপাত, সেখানে রণবীরকে অফিসের পোশাকে দেখা গিয়েছে। একটি মেয়েকে কাঁধে নিয়ে ছবি তুলেছেন তিনি। এবং বিজ্ঞাপনের ট্যাগলাইনে বলা হয়েছে, ‘ধরে রাখবেন না। নিজের কাজ বাড়িতে নিয়ে যান।’