Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ :10
প্রায় দুই মাস চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতাল ছাড়লেন সিলেট মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। সোমবার সকাল সাড়ে ১০টার সময় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্সে তিনি স্কয়ার হাসপাতাল ত্যাগ করেন।

যাওয়ার আগে খাদিজা দেশবাসীর প্রতি সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন। যেন আমি দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারি। আর আমার জন্য আপনারা যে কষ্ট করেছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’
পরে স্কয়ার হাসপাতালের স্টাফদের সহযোগিতায় একটি হুইল চেয়ারে করে অ্যাম্বুলেন্সে ওঠেন তিনি। এসময়ে তার বাবা মাশুক মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। খাদিজা আক্তার নার্গিসকে এখন সাভারের সিআরপিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে আরও ১৫ দিন রিহেবিলিটি থেরাপি দেওয়া হবে। পরে চিকিৎসকদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর পরীক্ষা থেকে বাসায় ফেরার পথে সিলেটের এমসি কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে মারাত্মকভাবে জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রলীগ নেতা বদরুল আলম। পরের দিন তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে আনা হয়।
ওই দিন সন্ধ্যায় তার মস্তিষ্কে অপারেশনের পর চিকিৎসকরা ৭২ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছিলেন। পরে অসামান্য জীবনী শক্তি দিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন খাদিজা আক্তার। সবশেষ গত রোববার এক সংবাদ সম্মেলনে স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘খাদিজা এখন সুস্থ, দুই এক দিনের মধ্যে তাকে রিলিজ দেয়া হবে।’