Tue. Oct 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ :17
২০২১ সালে দেশের তৈরি পোশাক খাত থেকে রপ্তানির লক্ষ্য মাত্রা রয়েছে ৫০ বিলিয়ন ডলার। তবে এই লক্ষ্য পূরণে দরকার একটি দক্ষ ও উৎপাদনশীল কর্মী বাহিনী। আর সেই লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে সারা দেশ ব্যাপী চলছে শ্রমিকদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম কর্মসূচি। বিভিন্ন প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিককে সম্পূর্ণ বিনা খরচে দেয়া হবে এই প্রশিক্ষণ।

সুঁই-সুতোয় কাপড় সেলাইয়ে গভীর মনোযোগে কাজ করছেন তারা। সঠিক মাপ আর নিখুঁত সেলাইয়ের কাজে ব্যস্ত সবাই। দেখলে হয়ত মনে হতে পারে কোন গার্মেন্টস কারখানার নিয়মিত শ্রমিক তারা। আসলে এখানকার সবাই প্রশিক্ষণার্থী। সুঁই-সুতোর কাজে নিজেদের তৈরি করছেন আগামী দিনের বস্ত্র শিল্পীরুপে।
মেশিন চালনা, কাপড় সেলাই কিংবা কারখানায় নিজেদের নিরাপত্তার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন তারা। প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলে খুব সহজে এবং ভাল বেতনে চাকরি পাবেন বলেই প্রত্যাশা তাদের।
বিভিন্ন গার্মেন্টস কারখানার প্রচলিত কাজের উপরই প্রশিক্ষণ দেন এসব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকরা। একজন দক্ষ গার্মেন্টস শ্রমিক হিসেবে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা রয়েছে ২ মাসের এ কার্যক্রমে।
শ্রমিকদের দক্ষতা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে বিজিএমইএর সহযোগিতায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৪টি ট্রেনিং সেন্টারের মাধ্যমে।