Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০১৬ : 49
মুন্সীগঞ্জ :মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় খেতাবপ্রাপ্ত বীর প্রতীক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম (৬৫)- কে কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক ব্যসায়ীরা। সোমবার রাত ৭টার দিকে গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর গ্রামে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে রবিউল জানান, গত ৫দিন আগে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় ভাটেরচর গ্রামের শহীদুল্লাহ’র ছেলে মনিরুল ইসলামকে ৫শ’ পিস ইয়াবাসহ ডেমরা থানার পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনার জন্য শহীদুল্লাহ বীর প্রতীক রফিকুল ইসলামকে দোষারূপ করে। ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ৭টার দিকে একদল সন্ত্রাসী বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। তাকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।এ ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী শহীদুল্লাহ (৪৮)- কে মঙ্গলবার ভোরে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

গজারিয়া থানার ওসি হেদায়েত-উল-ইসলাম ভূঞা জানান, বীর প্রতীক রফিকুল ইসলামের এক নাতি ঢাকায় থাকেন। শহীদুল্লাহ’র ছেলে সানি আটকের জন্য রফিকুল ইসলামের নাতিকে সন্দেহ করা হয়। এ নিয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার ভোরে শহীদুল্লাহকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।