Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬: 52 মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে গতকাল শনিবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাইবান্ধা জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি যোবায়ের, মাহমুদুল হাসান, মাওলানা মিযনি বিন আব্দুল মাজীদ, তাজুল ইসলাম, মানসুর আহমেদ মোহতামিম, ইউনুস আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে মায়ানমারের আরাকান রাজ্যে বসবাসরত মুসলমানদের ওপর নির্যাতন চালনো হচ্ছে। যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের নিরাপত্তা, খাদ্য, বাসস্থান, চিকিৎসাসহ মানবিক সাহায্যের বিষয়টি নিশ্চিত করার জন্য তারা সরকারের কাছে আবেদন জানান। এছাড়া নিরাপরাধ রোহিঙ্গা মুসলিম, শিশু, নারীদের নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবি জানান তারা।