Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬:  মুন্সীগঞ্জ সদর উপজেলার হাটলক্ষীগঞ্জ গ্রামের আ: খালেক মোল্লার ছেলে মো: আনোয়ার হোসেন বাদী হয়ে একটি জায়গা নিয়ে পিটিশন মামলা নং-৫৫৮, ২৫ নভেম্বর ২০১৬ইং তারিখ দায়ের করেন। যার খতিয়ান নং ৭২৯ ও ৭৩৮, দাগ নং ১৯০৩ ও ২৫৯৫ রকম হলো পুকুর পরিমাণ ৩৯ শতাংশের দাবীদার ১৩ শতাংশ। সেই মামলা আদালতে বিচারাধীন। এমতাবস্থায় আসামী পক্ষ মানিকপুরের মনরুদ্দিন সরকারের ছেলে আবুল বাশার (৪৫), বাচ্চু মিয়া (৪২) এবং খালইষ্টের কাজী নজরুল ইসলামের ছেলে কাজী কবির হোসেন (৩৩) জোর পূর্বক দখল করে ভবন নির্মাণ করছেন। আদালতে বিচারাধীন বিষয়ে আগামী ২৮ ডিসেম্বর ২০১৬ইং তারিখে কোর্টে হাজির হওয়ারও তারিখ রয়েছে। কার শক্তিতে, কার বলে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ঐ জায়গায় ভবন নির্মাণ করছে এমনই অভিযোগ বাদী পক্ষের।
আনোয়ার হোসেন জানান, সদর থানায় লিখিত অভিযোগ দেয়ার পর থানা থেকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাজ বন্ধ রাখতে বললেও কাজ বন্ধ না করে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।