খোলা বাজার২৪, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা আমাতুজ জোহরা, প্রাক্তন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা পারভীন, মাহমুদা সালাম মহিলা অনার্স কলেজের সহযোগী অধ্যাপক শাহেদ মোহাম্মদ, সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সমাজে অসামান্য অবদানের জন্য পাঁচজন সফল নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন রোজিনা আক্তার (সমাজ উন্নয়ন), নুরজাহান বেগম (অর্থনৈতিক), রহিমা বেগম (সফল জননী), অজুফা বেগম (নির্যাতন থেকে মুক্তি) ও জান্নাতুল ফেরদৌস (শিক্ষা ও চাকুরি)।
এতে অন্যান্যদের মধ্যে শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাহাদুর আলী, সাধারন সম্পাদক আন্নু মিঞাসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।