খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬: বাংলাদেশ রেলওয়ে ঢাকা-দিনাজপুর রুটে একতা এক্সপ্রেস ও দ্রুতযানে দু’টি ব্রডগেজ ট্রেন চালু করেছে। বৃহস্পতিবার সকালে কমলাপুর স্টেশনে রেলমন্ত্রী মুজিবুল হক নতুন কোচযুক্ত একতা এক্সপ্রেস ব্রডগেজ ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফিরোজ সালাউদ্দিন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।
সিডিউল অনুযায়ী, সকাল ১০টায় ঢাকা থেকে একতা এক্সপ্রেস দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যাবে। আর রাত ৮টায় ছাড়বে দ্রুতযান।
অপরদিকে, দিনাজপুর থেকে সকাল ৭টা ৪০ মিনিটে একতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। আর দ্রুতযান ছাড়বে রাত ১০টায়।