খোলা বাজার২৪, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬: রাজশাহী মহানগরীর সাহেববাজার মনিচত্বর এলাকায় পুরাতন বাড়ি ভাঙার সময় উদ্ধার হওয়া এক পুরানো সিন্দুক নিয়ে তুলকালাম কান্ড ঘটেছে। গতকাল রোববার নগরীর মনিচত্ত্বর সংলগ্ন মুক্তিযোদ্ধা দুলাল মিঞার বাড়ি থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়। গুপ্তধনের সিন্দুক পাওয়া গেছে বলে বাতাসের আগে কথা ছড়িয়ে পড়ে চারিপাশে। বাড়ি ঘিরে উৎসুক মানুষের ভিড়। রাস্তায় যানজট। কি আছে সিন্দুকে। ওই বাড়ির মালিক জানান, বাড়িটি ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার সময় সিন্দুকটি তারা নিয়ে যেতে পারেননি। সে কারণে সেখানেই থেকে গেছে সেটা। তবে, ওই সিন্দুকের মধ্যে তেমন কিছু নেই। স্থানীয়রা জানান, বাড়ির ভাঙার এক পর্যায়ে তালাবদ্ধ সিন্দুকটি বাড়ির সিঁড়ি ঘর থেকে পাওয়া যায়। আশেপাশের লোকজন বিষয়টিকে দেখে গুপ্তধনের সিন্দুক বলে মনে করেন। বাড়িটিকে ঘিরে উৎসুক জনতার ভিড় বাড়ে। কি আছে ওই সিন্দুকের মধ্যে পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ আসতে হয়। বাড়ির মালিক শাহানারা বেগম জানান, বেশি কিছুদিন আগেই তারা বাড়িটি ছেড়ে পাশের একটি বাড়িতে উঠেছিলেন। বাড়ি ছাড়ার সময় ভারি সিন্দুকটা নিয়ে যেতে কষ্ট হবে তাই সেখানেই ফেলে রেখেছিলেন। সিন্দুকটা ব্রিটিশ আমলের। স¤প্রতি বাড়িটি ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়। সিন্দুকটি সিঁড়ি ঘরের নিচে রাখা হয়েছিলো। বাড়িটি ভাঙার সময় গতকাল রোববার সিন্দুকটি বের হয়। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ওটা কোনো গুপ্তধনের সিন্দুক ছিলো না। বাড়ির মালিক সেটি সেখানে রেখেছিলো। বাড়ির মালিক শাহানারা বেগম জানিয়েছেন যে, ওই সিন্দুকের মধ্যে পুরানো কিছু কাগজপত্র ছাড়া কিছুই নেই।