Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬:60
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতা চিকিৎসক পরিষদ মনোনীত ডাঃ মোস্তফা জালাল উদ্দিন মহিউদ্দিন-ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ ডিসেম্বর সোমবার বিকেলে মুন্সীগঞ্জ জেনারেল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ডাঃ মুজিবুর রহমান আঙ্গুর, ঢাকা বিভাগীয় পরিচালক ডাঃ লোকমান হেকিম আযাদ, অধ্যাপক আবু ইউসুফ ফকির, ডাঃ পূরবী রাণী দেবনাথ, সিভিল সার্জন ডাঃ শহীদুল ইসলাম, ডাঃ শেখ শহীদুল্লাহ্, ডাঃ সোহেল মাহমুদ, ডাঃ আমিরুল জামান সুমন, ডাঃ মোঃ এহসান উদ্দিন খান প্রমুখ। আগামী ২২ ডিসেম্বর ভোট দেওয়ার আহ্বান রেখে প্যানেলের সভাপতি ও মহাসচিবসহ সকল প্রার্থীদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিএমএ নির্বাচনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য প্রার্থী ডাঃ জহুরুল হক সাচ্চু। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মুন্সীগঞ্জ জেলার সভাপতি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ এম.আখতার হোসেন বাপ্পি।
সভাটিতে সঞ্চালকের ভূমিকা পালন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ হাসান রহমান মুকুল।