খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬: বাগেরহাটে বাক প্রতিবন্ধী অসহায় এক মা তার সন্তানদের কাছে ফিরে যেতে চায়। গত এক সপ্তাহ ধরে সে বাগেরহাট সেফ হোমে আছে। লিখতে না পারা ২৫ বছর বয়েসের প্রতিবন্ধী এ মহিলা ইসারা ইঙ্গিতে তার বাচ্চা আছে বুঝাতে পারলেও বাড়ী ঘরের ঠিকানা বুঝাতে পারছে না। নিজ সন্তানদের কাছে পাওয়ার জন্য অসহায় প্রতিবন্ধী মহিলা শুধুই কেদেই চলেছেন। সম্প্রতি এ মহিলাকে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় পান ওই এলাকার আঃ ছামাদ গাজী নামের এক ব্যাক্তি। তিনি প্রতিবন্ধি এ মহিলাকে তার নিজ বাড়ীতে রেখে বিভিন্ন স্থানে তার স্বজনদের খোজ চালিয়ে ব্যার্থ হয়ে বাগেরহাট মডেল থানায় তাকে হস্তান্তর করে। পরে তাকে আদালতে প্রেরন করা হলে আদালত তাকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দেয়।
বাগেরহাট মডেল থানার এসআই মোঃ রাজেত আলী বলেন, পড়নে কালো ওড়না ও হলুদ রংয়ের কামিজ পড়া অবস্থায় প্রতিবন্ধি এ মহিলাকে খুজে পাওয়া যায়। নিজ সন্তানদের কাছে যাওয়ার জন্য বাক প্রতিবন্ধী এ মহিলা শুধু কেদেই চলেছেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে তার স্বজনদের খুজে বের করার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি।