Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখোলা বাজার২৪, সোমবার, ২ জানুয়ারি ২০১৭: চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ঐতিহ্যবাহী সিকদারপাড়া জয়নাল আবদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসায় জাতীয় বই উৎসব পালন করা হয়েছে। গতকাল ১ জানুয়ারী সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে নতুন বৎসরের পাঠ্যবই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক ও মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, মহেশখালী নলবিলা নিন্মমাধ্যমিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসানুল আবেদীন চৌধুরী শুভ, মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ফরিদ উদ্দিন। এছাড়াও মাদরাসা ম্যানেজিং কমিটি সদস্য, সকল শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মনোয়ারা বেগম বলেন, নূতন বছরের বই এর যেভাবে নূতন ঘ্রান পেয়ে শিক্ষার্থীরা শিক্ষায় উন্নতির শেকড়ে এগিয়ে যেতে স্বপ্ন বুনছে। বর্তমান সরকার অন্যান্য দিকের মতো শিক্ষাতেও সফল হয়েছে। দেশব্যাপী আজ যে উৎসব, উৎসাহ, উদ্দীপনা দেখা দিয়েছে, তাতে মনে হয় দেশ আর্ন্তজাতিকভাবে আরো একধাপ এগিয়ে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের ভালভাবে পাঠদানে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আন্তরিক হওয়ার আহবান জানান।