খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৫ জানুয়ারি ২০১৭: নীলফামারী, জলঢাকা ও ডিমলায় দেশের সবচেয়ে প্রাচীনতম, ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) এ উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়। পরে উক্ত শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক-সোহেল রানাসহ জেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।
ডিমলাঃ- -সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী নানান কর্মসুচীর মাধ্যমে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় দেশের সবচেয়ে পুরোনো, গৌরবময় ও ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন, বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।শুভ এই জন্মদিন উপলক্ষে ডিমলা উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার(৪ঠা জানুয়ারী) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,জাতীরজনক বঙ্গ-বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,ও বিকেলে দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান মোড় প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার চত্তরে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা ছাত্রলীগের সভাপতি- আবু সায়েম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে উপস্হিত ছিলেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের স্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম।এতে বক্তব্য রাখেন,এধান অতিথি,বিশেষ অতিথি,উপজেলা আ”লীগ নেতা-আশফাকুল ইসলাম পিনু, উপজেলা যুবলীগ সভাপতি বাবু শৈলেন চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন স্বাধীন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি-আমিনুর রহমান প্রমুখ।সভা শেষে প্রথম সন্ধ্যায় প্রধান অতিথি,বিশেষ অতিথি ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-তফিউজ্জামান জুয়েলসহ উপস্হিত সকলকে সাথে নিয়ে ছাত্রলীগের ৬৯তম শুভ জন্মদিনের ২৬ পাউন্ডের একটি কেক কাটেন উপজেলা ছাত্রলীগ।এ সময়ে দিনটিকে আরো বেশি স্বরনীয় করে রাখতে আকাশে ৬৯টি ফানুস উড়ান উক্ত সংগঠনটি।এ ছাড়াও এ সকল আয়োজনে উপস্হিত ছিলেন,জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক-সাইয়েন কাদীর কানন,উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক-আলমগীর কবীর,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফান আহম্মেদ মিঠু, সহ-সভাপতি-হাবিবুর রহমান,ডালিম,যুগ্ন সাধারন সম্পাদক-রুবেল ইসলাম,নাহিদ হাসান, কলেজ শাখার সভাপতি আব্দুর রশিদ লেবু,ডিমলা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক-নুরন্নবী ইসলাম মানিক,১০ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদকসহ উপজেলার,বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।
জলঢাকাঃ- নীলফামারীর জলঢাকায় বাংলদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা ছাত্রলীগ। বুধবার সকালে পৌর আওয়ামীলীগ কার্যালয় হতে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। উপজেলা ছাত্রলীগ সভাপতি নলিনী বিস্বাস জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, পৌর আঃলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, আঃলীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, যুবলীগ নেতা লাভলুর রশীদ, সেচ্ছাসেবক লীগ সম্পাদক মশিউর রহমান বাবু, ছাত্রলীগ নেতা একরামুল হক, মৃনাল চন্দ্র রায়, মামুন ও খাদেমুল ইসলাম প্রমুখ।এর আগে কেক কেটে দলীয় কর্মসূচি শুরু করেন নেতাকর্মীরা।
এ ছাড়াও জেলার অন্যান্য উপজেলা গুলোতেও ব্যাপক আয়োজনের মাধ্যমে সংগঠনটির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর পাওয়া গেছে।