Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ১৪ জানুয়ারি ২০১৭: 20আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে দেশবাসী এবং বিএনপির সাধারণ সমর্থকরাও খুশি হয়েছে। তিনি বলেন, রাস্তা আটকে আর কোন সভা-সমাবেশ করা যাবে না বলে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

সরকারের বর্তমান মেয়াদের ৩ বছর পূর্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী আগামী জাতীয় নির্বাচন এবং তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। ভাষণের পর বিএনপির সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রীর ভাষণ সময়ের চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে।
বিএনপির এমন বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শীতার্তদের মধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কম্বল বিতরণ অনুষ্ঠানে বলেন, হতাশা থেকে বিএনপি এসব বলছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, সভা-সমাবেশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন এবং সমঝোতা সবই হবে সংবিধান অনুযায়ী।