১৯৭৫ সালের পরবর্তী সরকারগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন। সেই যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছে। এই যুদ্ধাপরাধীদের যারা ম“ দিয়েছিলেন, বাংলার মাটিতে তাদেরও একদিন বিচার হবে।
মঙ্গলবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনীতে তিনি এ কথা বলেন।
জঙ্গিবাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ কেবল বাংলাদেশের সমস্যা না, সারা বিশ্বেই এ সমস্যা রয়েছে।
মানুষ খুন করা ধর্মে নিষিদ্ধ জানিয়ে তিনি বলেন, কিসের আশায় শিক্ষিত ছাত্ররা জঙ্গিবাদে জড়ায়? যে জঙ্গিরা মারা গেছে তারা কি বেহেশতে যাবে?
প্রধানমন্ত্রী বলেন, যারা তাদের বিভ্রান্ত করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে জিয়াউর রহমান ও খারেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতার বিষয়েও কথা বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন, অশিক্ষিতদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গেলে রাষ্ট্রের কি দুরাবস্থা হতে পারে, তা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি পঁচাত্তরে পরে।
স্মরণসভায় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য দেন।