Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: 73নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আহসান আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি রামনগরে নিয়ে যাওয়া হয়। বাদ আসর সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাজায় তার নিজ দল বিএনপি ছাড়াও আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতার্মীরা উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় মারা যান তিনি।
আহসান আহমেদ তিনবার নীলফামারী পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নীলফামারী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এরপর বিএনপির রাজনীতি ছেড়ে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন। তিনি ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০১ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। তিনি জেলা বিএনপির উপদেষ্ঠার দায়িত্ব পালন করছিলেন।
এর আগে শুক্রবার সন্ধায ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডের একটি মাদ্রাসায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।