খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের বাহাগিলী আদর্শ বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিমাসে দু’বার করে স্বাস্থ্য পরীক্ষার উদ্বোধন করা হয়। স্কুলের সভাপতি ও বাহাগিলী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বরকত-ই খোদা (মুকুল) চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গোলাম মওলা তালুকদার, জিসকা ফার্মাসিটিক্যাল কোম্পানীর রিপ্রেজেনটেনটিভ আবু বকর সিদ্দিক, দৈনিক রংপুর চিত্রের উপজেলা প্রতিনিধি প্রভাষক রউফুল আলম, সাংবাদিক খাদেমুল মোরছালিন শাখীর, শেখ কামাল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি রোকনুজ্জামান বাবুসহ স্কুলের অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ। এ সময় স্কুলের ৮৯ জন বুদ্ধি প্রতিবন্ধি শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। স্কুলের প্রধান শিক্ষক বরকত – ই- খোদা (মুকুল) বলেন, প্রতিবন্ধি শিক্ষার্থীরা আমাদের বোঝা নয় তারাও দেশের সম্পদ। তাদের অধিকার সুস্থ্য ভাবে বেঁচে থাকা। তারা চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ্য হয়ে উঠলে এবং সুস্থ্য শরীরে শিক্ষা গ্রহণ করলে তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পরবে। আমরা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের দুপুরে টিফিনের সময় যেমন খাবার বিতরণ করা হয় তেমনি প্রতিমাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা উদ্যোগ নেয়া হয়েছে।