খােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭: হাওর এলাকার বিপর্যয়ে শিক্ষা নেয়া ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের এখন কিছু করার নেই বলে মন্তব্য করেছেন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেন, “এ মুহূর্তে আমাদের শিক্ষা নিতে হবে, কেন এ ঘটনা (হাওয়ার দুর্যোগ) ঘটলো। আমাদের এখন কিছু করার নেই। এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”
রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পানিসম্পদমন্ত্রী।
সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ হাওর এলাকায় সাম্প্রতিক আকস্মিক বন্যার বিষয়ে কথা বলার জন্য এ ব্রিফিং আয়োজন করেন মন্ত্রী।
পানিসম্পদমন্ত্রী বলেন, “আমাদের এখন কিছু বিষয় মূল্যায়ন করতে হবে, বাঁধের উচ্চতা বাড়ানো হবে কিনা।”
আকস্মিক বন্যাকে ‘সম্পূর্ণ আপ্রাকৃতিক’ অভিহিত করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “পানি বাঁধ অতিক্রম করায় বন্যার সৃষ্টি হয়েছে। যদিও এ অঞ্চলে আকস্মিক বন্যা হয়েছে। স্বাভাবিক সময়ের আগেই বন্যা হয়েছে।”
মন্ত্রী বলেন, “২ মার্চের আগে নয় দিনে মেঘালয়ের চেরাপঞ্জিতে ১১শ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ পানি (হাওরের পানি) মূলত সেখান থেকেই এসেছে।”
ওই সময়ে সুনামগঞ্জ ও সিলেটে যথাক্রমে সাড়ে চারশ ও পাঁচশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান মন্ত্রী।
হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এ বিষয়ে কাজ করছি। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
উল্লেখ্য, গত ৩০ মার্চ থেকে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে একের পর এক হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে যায়। এতে ব্যাপকভাবে ফসলহানি হয়। মরে যেতে থাকে হাওরের মাছ। পরে হাঁসও মরতে শুরু করে।