খােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: পাহাড়ী ঢলের পানিতে সুনামগঞ্জের দিরাই,জগন্নাথপুর ও জামালগঞ্জ এই তিন উপজেলার পাকনার হাওরের উড়ারবন্দ বাধঁ ভেঙ্গে ৯ হাজার হেক্টর বোরো জমির আধাপাকাঁ ধান পানির নীচে তলিয়ে গেছে ।
সোমবার ভোর ৫টায় জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের উড়ারবন্দ বাঁধ ভেঙ্গে আধা পাকা ধান তলিয়ে যায়। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সর্ববৃহৎ পাকনার হাওরের বাধঁ ঠিকিয়ে রাখতে কৃষকরা প্রানান্ত চেষ্টা করে ব্যর্থ হয়। হাওর পাড়ের ক্ষতিগ্রস্থ কৃষকদের কান্না আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। এ নিয়ে জেলার সবকটি হাওরই ইতিমধ্যে পানির নীচে তলিয়ে গেছে। বাঁধ এলাকায় পাউবো’র কোন কর্মকর্তা বা পিআইসি’র সদস্যদের দেখা মিলেনি।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসুন কুমার চক্রবর্তী বলেন, সুনামগঞ্জের সব হাওর তলিয়ে গেলেও পাকনার হাওরটি এতদিন স্থানীয় কৃষকদের চেষ্টায় ঠিকেছিল। যা আজ ভোর ৫টায় সকল চেষ্টা ব্যর্থ করে উড়ারবন্দ এলাকার বেরীবাধ ভেঙ্গে ৯ হাজার হেক্টর জমির আধাপাকা ধান তলিয়ে যায়। ক্ষতিগ্রস্থ কৃষকদের দ্রুততম সময়ের মধ্যে সরকারী সাহায্য দেয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) শেখ রফিকুল ইসলাম বলেছেন রবিবারে আন্তমন্ত্রনালয়ের বৈঠকে সরকারের তরফ থেকে জেলার ৩ লাখ ৩০ হাজার পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি চাল ও ৫ শত টাকা করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং তা পরবর্তীতে আরো বাড়ানো হবে বলেও তিনি জানান।