Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার , ১৫ মে, ২০১৭: 12অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ১ জুন জাতীয় সংসদে আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দশম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন ৩০ মে শুরু হবে। এই অধিবেশনে সরকার দেশের ৪৬তম বাজেট উপস্থাপন করবে।

চলতি অর্থবছরের জন্য মুহিত গতবছর ২ জুন ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পেশ করেন। তবে বরাবেরর মত এবারও বাজেটের আকার বাড়ছে। গতকাল অর্থনৈতিক সংবাদদাতাদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাথে এক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী জানিয়েছেন আসন্ন বাজেটের আকার ৪ লাখ ৬ হাজার কোটি থেকে ৮ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে।

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মুহিত বাজেট পেশ করে আসছেন। তিনি অর্থমন্ত্রী হিসেবে এবার তার ১১তম বাজেট পেশ করতে যাচ্ছেন।

এদিকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার এর আগে ১৫ বার জাতীয় বাজেট পেশ করেছে। এবারের বাজেট হবে তাদের জন্য ১৬তম বাজেট।