Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44kখােলা বাজার২৪।। শনিবার, ৩ জুন, ২০১৭: কুমিল্লার কংসনগর বাজারে আগুন লেগে নাজমুল হোসেন খোকন (১২)নামে এক শিশুর মৃত্যু হয়েছে; পুড়ে গেছে দেড় শতাধিক দোকান।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার জানান, শুক্রবার রাত ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার কংশনগর কাপড়ের বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন খোকন (১২) ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার ছেলে।

ওসি মনোজ বলেন, ওই বাজারের আলী আহাম্মদের কাপড়ের দোকান থেকে আগুন লেগে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আহাম্মদের কর্মচারী
নাজমুল তালাবদ্ধ দোকানে আটকা পড়ায় সে বের হতে পারেনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মনোজ।

তিনি বলেন, আগুনে হার্ডওয়ার, জুয়েলারি ও কাপড়ের দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। কয়েল থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

সকালে স্থানীয় সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।