Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার , ৫ জুন, ২০১৭: সাভারে পৌর যুবলীগ নেতা হত্যার ঘটনায় সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলরকে প্রধান আসামী করে ১৬ জনের নামে মামলা দায়ের করেছে নিহতের পরিবার। সোমবার ভোরে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন নিহতের পরিবারের সদস্যরা।

এলাকাবাসী জানায়, জমি দখলকে কেন্দ্র করে গতকাল সাভারের জামসিং টেউটি এলাকায় সাভার পৌর যুবলীগ নেতা সিএম বাদশা ফয়সালকে টেটা দিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এঘটনায় আহত হয় আরও অন্তত ১০ জন। পরে আজ ভোর রাতে নিহতের পরিবারের সদস্যরা সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্ল্যাকে প্রধান আসামী করে ১৬ জনের নামে মামলা দায়ের করেন। এদিকে এ হত্যা কান্ডের মুলহোতা টেউটি এলাকার আব্দুল কাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কাউন্সিলরের নামে মামলা দেওয়ায় তার বাসভবনের সামনে স্থানীয় কয়েক’শ নারী অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

এছাড়া আজ দুপুরে সাভারের ইমান্দিপুর এলাকায় নিহত ওই যুবলীগ নেতার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহতের পরিবার।