Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার , ১০জুন, ২০১৭: 81আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে তরুণদের ‘আওয়ামী লীগের সদস্য হতে’ উৎসাহিত করবে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন তুলে ধরবে সংগঠনটি। রোববার এ লক্ষ্যে থেকে দুইদিনব্যাপী বর্ধিত সভায় কেন্দ্রীয় ও ১০৯টি জেলা ইউনিটের সভাপতি-সম্পাদকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমের জয় এবং যুক্তরাজ্যের নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ বাঙালি তিনকন্যাকে শুভেচ্ছা জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান সোহাগ বলেন, আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে সার্বিক সহযোগীতা করা ছাড়াও ছাত্রলীগও সদস্য সংগ্রহ অভিযান শুরু করবে। গত দুই বছরে এ পর্যন্ত ৩৭টি জেলার সম্মেলন করা হয়েছে বলে জানান তিনি।
রোববার ও সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটোরিয়ামে সকাল ৯টায় ছাত্রলীগের বর্ধিত ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করবেন। এতে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ১০৯টি জেলা ইউনিটের সভাপতি-সম্পাদকদের নিয়ে বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করবে। বর্তমান কমিটির এটি দ্বিতীয় বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা।
লিখিত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, আমরা গত বছর জঙ্গিবাদের বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও নিয়মিত বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা করেছি। এবারও ১১ ও ১২ জুন আমাদের নিয়মিত এই প্রশিক্ষণ কর্মসূচি করবো। দুই দিনব্যাপি এই বর্ধিত সভায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত গতিশীল করার লক্ষে নেতা-কর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক পরামর্শ থাকবে। থাকবে একজন ছাত্রনেতার চারিত্রিক গঠন, ব্যক্তিত্ববোধ সৃষ্টিসহ নানা দিক নির্দেশনা। তিনি বলেন, জাতির পিতার আদর্শের এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মী হয়ে উঠবে একজন সুনাগরিক। বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছেন, ছাত্রলীগই সেটা বিনির্মাণ করতে পারবে। ছাত্রলীগের প্রতি যেমনি জাতির পিতার আস্থা ছিল, তেমনি ছাত্রলীগও জাতির পিতার প্রধান সিপাহসালারের ভূমিকায় ছিল। একইভাবে এখনও শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মী প্রস্তুত
এ সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, আবদুল বাছেদ গালিব, নুসরাত জাহান নুপুর, আদিত্য নন্দী, মাকসুদ রানা মিঠু, মেহেদী হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক “িার মো. নিজামুল ইসলাম, চন্দ্র শেখর মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক ইমরান খান, প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ দফতর সম্পাদক গোলাম মোস্তফা, উপ স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ আরাফাত, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নূর এ আলম আশিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ আরো অনেকে।