Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১২ জুন, ২০১৭:  25৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রশিদ খান ১৮ রানে ৭ উইকেটের কীর্তি গড়ে একাই হারিয়ে দিলেন ক্যারিবিয়ানদের। রোববার আফগানদের সিরিজ জেতার ম্যাচ ছিল। আর ক্যারিবিয়ানদের ফেরার। তা জ্যাসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ দল দ্বিতীয় ওয়ানডের ছোটো লক্ষ্যটাই কি না অনেক বড় বানিয়ে ফেলেছিল! গ্রস আইলেটে ড্যারেন স্যামি স্টেডিয়ামে ৪ উইকেটে ম্যাচটা জিতেছে দ্বীপপুঞ্জের ক্রিকেট দল। কিন্তু রশিদ খান আবারো ৩ উইকেট নিলেন। ভয়ের একটা সময় পেরিয়ে তাদের প্রতিপক্ষ ৩৯.২ ওভার ব্যাট করলো।
এখন ১-১ এ সমতা আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরেজে। শেষ ওয়ানডেটা সেই হিসেবে ফাইনালই বটে! মানে সিরিজ নির্ধারণী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা ইংল্যান্ড হয়ে সারা ক্রিকেট বিশ্ব কাঁপাচ্ছে। আর আফগানদের বীরত্বের কারণে ক্যারিবিয়ান সাগর পাড় থেকে আরেক ক্রিকেট উত্তেজনার হাওয়া ভেসে আসছে। সব মিলিয়ে ক্রিকেট ক্রিকেট উৎসবটা বেশ চলছে!
দ্বিতীয় ওয়ানডেটা আফগান ব্যাটিংয়ের দুর্বলতার চেয়ে ক্যারিবিয়ান বোলিংয়ের সবলতাই কি প্রকাশ করলে বেশি? ঠিক বোঝার উপায় নেই। কারণ, আগের ম্যাচে আফগানদের ব্যাটিংটা ছিল বেশ।