খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭: টানা বর্ষণে পাহাড় ধসে রাঙামাটিতে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে শহরে আটজন ও কাপ্তাই উপজেলায় দুজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে আটটি লাশ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের জরুরি বিভাগ আটজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
তাঁরা হলেন শহরের যুব উন্নয়ন ও ভেদভেদি এলাকার রুমা আক্তার, নুড়িয়া আক্তার, হাজেরা বেগম, সোনালী চাকমা, অমিত চাকমা, আইয়ুস মল্লিক, লিটন মল্লিক, চুমকি দাস।
এদিকে, জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় পাহাড় ধসে অনুচিং মারমা (৩০) ও নিকি মারমা নামের দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান ছায়া মং মারমা।
এ ছাড়া উপজেলায় গাছচাপা পড়ে আবুল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। উপজেলার কর্ণফুলী নদীতে ইকবাল নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
এদিকে রাঙামাটি শহরের অধিকাংশ এলাকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। শহরের বিভিন্ন স্থানে পাহাড় ধসের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন। এতে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।