খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭:তারাগঞ্জের বিশেষ প্রতিনিধিঃসত্যের সাথে মিথ্যে মিলিয়ে বিভিন্ন রকম অভিযোগ থানায় কিংবা আদালতে হয় এ বিষয়ে আমরা সকলে জানি তবে যা অকল্পিত ও অঘটিত তা মিথ্যে রুপ রেখায় বর্ণনা হওয়া দৃষ্টান্ত মুলক ব্যাতিক্রম ও সামাজিকতায় আইন সৃঙ্গখলার অবনতি তথা রাষ্ট্রীয় ভাবে জনসচেতনার চরম অভাব ছাড়া কিছু নয়। সত্য,মিথ্যের ব্যাখা না বুঝেই কিংবা দুধের সাধ ঘোলে মিঠানোর জন্য এমন চালাকি মামলা প্রস্রয় পেলে একদিন সবাইকে এমন চক্রান্তের শিকারে পরতে হতে পারে বলে (বাদী)আব্দুল মান্নানের করা মামলার বিবাদী পক্ষের ১২নং আসামী আব্দুল কাশেম(৫৫) দুঃখের সাথে এই মন্তব্য করেন। উল্লেক্ষ্য এই ঘটনাটি ঘটেছে রংপুর, তারাগঞ্জ উপজেলাধীন সয়ার ইউ.পির ভাদু পাড়ার একই বংশের বিভিন্ন ওয়ারিসের মধ্যে পৈত্রিক সম্পতির ভাগ বাটোয়ারা নিয়ে নানা মুখী গ্রাম সালিশী পদক্ষেপ ও মামলা মোকদ্দমার বিদ্যমান ঘটনা যার রেকর্ড ভাঙ্গার ৯৯/১৪ নং একটি মামলা আদালতে চলমান।
তবে ১৫/০৬/১৭ইং যে মামলা হয় (মামলা নং-২৬/১৭)তাতে শৈষ্য ক্ষেতের যে ক্ষয় ক্ষতির বর্ণনা উল্লেক্ষ্য আছে তা চলমান সময়ের সাথে সম্পুর্ণ অমিল। আমাদের তারাগঞ্জ থানার বিশেষ প্রতিনিধির সচিত্র প্রতিবেদন, যেমন মামলায় উল্লেখ্য আছে ভুট্টা ক্ষেত বিনষ্টের কথা।কিন্তু ভুট্টা ক্ষেত অক্ষত কোন রকম ভুট্টা ক্ষেত বিনষ্ট হয়নি,বেগুন ক্ষেত লাগানোই হয়নি,পাট ক্ষেত ছিল বিবাদীর যা না গঁজানোর জন্য পরিত্যক্ত আছে, এলাকাবাসি বলেন আরও হাস্যকর বিষয় ধানের বীজ বিনষ্টের কথা,আসলে ধান বীজ রোপনের সময় অনেক আগেই শেষ হয়েছে, বর্তমান ধান কাঁটা মারাইও প্রায় শেষ, যা মামলা করা কালীন সময় সীমার আওতাভুক্ত নয় বলে মামলার তারিখ ও বিষয় বস্তুর সাথে সময়-কাল মিলিয়ে থানা তদন্ত কর্মকর্তার কাছে সঠিক প্রতিবেদনের আহব্বান করেন বিবাদী পক্ষ। যা প্রমান সরুপ দেশের সকলের কাছে তুলে ধরতে বিবাদীর ডাকে বিভিন্ন গণমাধ্যমকর্মীর একটি টিম ঘটনাস্থলের মাঠে যান।
সরেজমিনে দেখা গেছে বিবাদী পক্ষ অস্থায়ী একটি চালা তৈরি করে বাদীর পক্ষের অক্ষত ভুট্টা ক্ষেত পাহাড়া দিচ্ছে যাতে আনিত অভিযোগ প্রশাসন দেখতে পারে এটি উদ্দেশ্য মুলক ষড়যন্ত্র। বিবাদী পক্ষের লোকজনের দাবি যে বাদী বিবাদীর মধ্যে কোন রকম ঝগড়াই হয়নি। তাই মামলার বিষয়টি মামলা তদন্তের দিন পুলিশের উপস্থিতিতে বিবাদী পক্ষ জানতে পারেন। এ থেকে বুঝা যায় বাদী পক্ষের কাউকেই প্রান নাশের হুমকী, তিন(=৩০০০০০/-) লক্ষ টাকা চাঁদা দাবী, গলায় দা ধরে মেরে ফেলতে চাওয়া এসব ঘটনা বানোয়াট ও ভিত্তিহীন বলে বিবাদী পক্ষের দাবী।।
এই মর্মে পত্রিকার প্রকাশ মাধ্যমে বিবাদী পক্ষ,দেশের আইন ও প্রশাসন সহ উচ্চ আদালতের কাছে বিনীত ভাবে আবেদন,যাতে এই রকম মিথ্যে ঘটনা যত্রতত্র না ঘটে,সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে ন্যায়ের পথ সুগম ও অন্যায়ের পথকে প্রতিহত করার জোড়ালো দাবী জানান।।