Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখােলা বাজার২৪।। রবিবার, ১৮ জুন, ২০১৭: জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে জাপানের বাণিজ্যিক আরেকটি জাহাজের সংঘর্ষে যে সাতজন মার্কিন সেনা নিখোঁজ হয়েছিল তাদের মরদেহ জাপান সাগরেই পাওয়া গেছে।
রোববার সকালে তাদের মৃতদেহ পাওয়া পাওয়া গেছে বলে মার্কিন নৌ কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন।
মার্কিন নৌ বাহিনীর সেভেনথ ফ্লিথ জানায়, অনুসন্ধানকারীরা নিখোঁজ সেনা কর্মীদের উদ্ধার করেছে। রোববার সকালে তাদের উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের কাছে তাদের বিষয়ে জানানো হয়েছে।
নিহত সেনাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে। নৌ বাহিনীর পক্ষ থেকে মোট কতটি মৃতদেহ পাওয়া গেছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
এর আগে স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ইয়োকোসুকা থেকে ১০৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মালবাহী জাহাজের সঙ্গে নৌবাহিনীর ওই জাহাজের সংঘর্ষ হয়। দুটি জাহাজের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের ফিৎ্জজেরাল্ডের কমান্ডিং কর্মকর্তা রয়েছেন। তাঁকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মার্কিন নৌ কর্মকর্তারা জানান, ইয়োকোসুকার হাসপাতালে নেওয়ার পর জাহাজটির কমান্ডিং কর্মকর্তা ক্যাডার ব্রিস বেনসনের অবস্থা স্থিতিশীল।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ইউএস সেভেনথ ফ্লিট বলেন, আরও দুজন নাবিককে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
টোকিওর যেখানে জাহাজ দুটির সংঘর্ষ হয়, সেটি ছিল খুবই ব্যস্ত নৌ রুট। কোস্টগার্ড বলছে, মালবাহী এসিএক্স ক্রিস্টাল জাহাজটিতে ফিলিপিনো পতাকা উড়ছিল।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরিচালনপ্রধান অ্যাডাম জন রিচার্ডসন বলেন, ফিৎ্জজেরাল্ডের ক্রু এবং পরিবারের পাশে তাঁরা আছেন। সিএনএন, জাপান টাইমস ও বিবিসি অবলম্বনে