খােলা বাজার২৪।। সোমবার, ১৯ জুন, ২০১৭: লন্ডনের পুলিশ জানিয়েছে গ্রেনফেল টাওয়ার অগ্নিকা-ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। এর আগে দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছিলেন, ওই ভবনের আর কাউকে জীবিত খুঁজে পাবার কোনো আশা নেই। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ায় পরিচয় শনাক্ত করার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছিল পুলিশ। তবে এখনো নিখোঁজ রয়েছে ভবনের অনেক বাসিন্দা।
গত ১৩ই জুন লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। ২৪ তলা এ ভবনটিতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বিবিসি