খােলা বাজার২৪।। সোমবার, ১৯ জুন, ২০১৭: খোলাবাজারে নিত্যপণ্যের দাম উর্ধ্বগতি হ্রাস থামাতে ট্রেডিং করপারেশন বাংলাদেশ (টিসিবি)’র কার্যক্রম অব্যহত রাখার দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা। খোলা বাজারে বাড়তি দামের লাগাম টেনে ধরতে সরকার প্রতি বছর টিসিবির মাধ্যমে ট্রাক সেলে বিক্রি করে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য। চিনি ও তেলের পর্যাপ্ত চাহিদা থাকলেও খোলা বাজারে গতকাল থেকে টিসিবির বিক্রি বন্ধ হয়েছে বলে জানা গেছে।
রমজান এলেই নিত্য পণ্য তথা ছোলা, চিনি ও তেলের দাম দাম বৃদ্ধি পাওয়া যেন প্রতি বছরের নিয়ম হয়ে দাড়িয়েছে। ভোক্তারা বলছেন টিসিবির উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।
একজন ভোক্তা বলেন, টিসিবির পণ্যের মান মোটামুটি ভালো ও দামে সস্তা হওয়ায় আমরা নিয়মিত টিসিবির পণ্য কিনে থাকি। আরেকজন বলেন, টিসিবির এই উদ্যেগ সারাবছর থাকা উচিত।
টিসিবির ডিলাররা বলছেন, রোজার শেষদিকে এসব পণ্যের চাহিদা অনেকটা কমে যায়। তবে টিসিবির বিক্রি বন্ধের ফলে যেন খোলা বাজারে দাম চড়া না হয় এজন্যে আগাম প্রস্তুতি নেয়ার দাবি জানালেন তারা।
পুরো রমজান মাসে টিসিবি খোলা বাজারে মশুর ডাল প্রতিকেজি ৮০ টাকা, ছোলা- ৭০, চিনি- ৫৫, তেল- ৮৫ টাকা লিটার হিসেবে বিক্রি করেছে।
রোজার পরেও এমন দামে পণ্য বিক্রির আশ্বাস দিলেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। তিনি বলেন, জনগণের স্বস্থির কথা বিবেচনা করে রমজানের পরেও টিসিবির পণ্য বিক্রি অব্যহত থাকবে।
বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীন হলে যে কোন সময় খোলা বাজারে এসব পণ্য বিক্রির প্রস্তুতি আছে বলে জানালেন কর্তৃপক্ষ।
সূত্র : ডিবিসি টিভি