খােলা বাজার২৪।। সোমবার, ১৯ জুন, ২০১৭: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে খলিল মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকাল ৪ টার দিকে সদর উপজেলার জারুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুলতলা গ্রামে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার জানান, চট্টগ্রাম ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।