Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১৯ জুন, ২০১৭: 76নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দের ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করেন। অবরোধের ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার বি-ব্রাদার্স নামে পোশাক কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
শ্রমিক, পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, মৈকুলী এলাকার বি-ব্রাদার্স নামের পোশাক কারখানায় প্রায় ৪ শতাধীক শ্রমিক কাজ করেন। গত বছরের নভেম্বর মাসের ওভার টাইম, চলতি বছরের মে ও জুন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেই দিচ্ছি করে দিচ্ছে না। দুপুরে শ্রমিকরা বোনাস ও বকেয়া বেতন-ভাতা দাবি করে মালিকপক্ষের কাছে। এসময় মালিকপক্ষ বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে টালবাহানা শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এসময় সড়ক অবরোধ করে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় যানবাহন আটকা পড়ে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুরে যানজট লেগে যায়। এতে ভোগান্তির শিকার হন যাত্রীসাধারন থেকে শুরু করে পথচারী।
খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের নেতৃত্বে বিপুল পরিমান পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্তনা দেয়ার চেষ্টা করেন। শ্রমিকরা এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে ওসি ইসমাইল হোসেন মালিকপক্ষের সঙ্গে কথা বলে বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার প্রস্তাব দেন। এসময় বিকেলের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করবে বলে আশ^াস দেয় মালিকপক্ষ। পরে শ্রমিকরা শান্ত হয়ে সড়ক থেকে সরে গিয়ে পুনরায় কাজে যোগদান করেন।
এ বিষয়ে কারখানার একাউন্ড ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, শ্রমিকরা না বুঝেই উত্তেজিত হয়ে আন্দোলন শুরু করেছেন। তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।