খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭: সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজের তিন দিন পর নদী থেকে ইয়াসিন গাজী (৩৫) নামে এক চিংড়ি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার কৈখালী এলাকার সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইয়াসিন গাজী উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মজিবর গাজীর ছেলে। শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান জানান, ইয়াসিন চিংড়ি রেণুর ব্যবসা করতেন। স্থানীয় কয়েকজনের কাছে তিনি টাকা পেতেন।
গত সোমবার রাতে তাকে ওই এলাকার ফারুক, বিল্লাল ও মনির নামে তিনজন ডেকে নিয়ে যায়। তারপর থেকেই ইয়াসিন নিখোঁজ ছিলেন।
বুধবার সকালে নদীতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিলে খবর দেয়।
ওসি জানান, ইয়াসিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মনিরকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে মনির হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।