খােলা বাজার২৪।। বুধবার, ২১ জুন, ২০১৭: সন্তানের মাগফেরাফেরাত কামনায় গত দুই বছর ধরে হাসপাতালের রোগীদের বিনামূল্যে সেহরি বিতরণ করে আসছেন মেহেরপুরের নুরনাহার বেগম। রোজায় সেহরির খাবার নিয়ে প্রতিদিন ছুটে যান ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। মেহেরপুরে এই নারীর উদ্যেগ সবার দৃষ্টি কেড়েছে।
মেহেরপুরের দিঘির পারের বাসিন্দা নুরনাহার বেগম। তিন বছর আগে একটি বাচ্চা সন্তান হারান তিনি। সন্তানের রুহের মাগফেরাতের জন্যে দুই বছর আগে বেছে নেন এই ভিন্ন পদ্ধতি।
নুরনাহার বেগম বলেন, আমার একটি বচ্চা সন্তান মারা যাওয়ার পর তার মাগফেরাত কামনায় গত দুই বছর ধরে হাসপাতালে সেহরি খাওয়ার ব্যবস্থা করেছি। গত বছর থেকে আমি এর প্রচলন করি।
তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাসপতালের রোগীরা। তারা নুরনাহারের এ সেবা স্বাচ্ছন্দে গ্রহণ করেছেন।
রোগীর একজন অভিভাবক বলেন, এটা একটা অনেক ভালো উদ্যোগ, তার এই উদ্যেগে আমরা অনেক উপকৃত হয়েছি।
এলাকার স্থানীয় লোকজন তার এই কাজে সহযোগিতা করেন। কেউ রান্নার কাজে কেউবা খাবার আনা নেয়ার ক্ষেত্রে সাহায্য করেন।
প্রতিদিন অন্তত দুই’শ রোগী নুরনাহার বেগমের এ সেবা পান। সন্তানের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন নুরনাহার বেগম।
সূত্র : নিউজ টোয়েন্টিফোর