Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।।রবিবার, ২৫ জুন, ২০১৭: 3বিএনপির স্থায়ী কমিটির সদস্য ‘মওদুদ আহমদের’ গুলশানের বাড়িটি ভেঙ্গে ফেলা হচ্ছে। এর আগে তাকে সপরিবারে উচ্ছেদ করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রোববার সকাল নয়টার দিকে সেখানে তাদের লোকবল পাঠায়। পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। সাধারণ মানুষকে ওই স্থানে যেতে দেওয়া হচ্ছে না। এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, এই বাসাটি মওদুদ আহমদের না। এ ছাড়া রাজউকের নথিতে এই বাড়ির কোনো নকশা ছিল না। নকশা অনুমোদনহীন। এ কারণে বাড়িটি ভাঙা হচ্ছে। বাড়িটি নিয়ে এরপর কী করা হবে বা নতুন ভবন করা হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, এটি আমরা জানি না।
আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ভোগ করা গুলশান ২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি ৭ জুন ছাড়তে হয় মওদুদ আহমদকে। রাজউকের সম্পত্তি শাখা বাড়িটি বুঝে নেয়। বাড়ি থেকে মালামাল সরানোর কাজ চলার মধ্যেই ওই দিন সন্ধ্যায় একটি প্রাইভেট কারে করে মওদুদ আহমদ সেখান থেকে চলে যান। ওই বাড়ির মালামাল গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে মওদুদ আহমদের নিজস্ব একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।