Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭:  46অমরনাথ তীর্থযাত্রীদের ওপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে তাঁর দেশ সর্বদা ভারতের পাশে থাকবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে হাসিনা বলেন, জম্মু ও কাশ্মীরে অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাসে কাপুরুষোচিত জঙ্গি হামলার ঘটনায় আমি গভীর শোকাহত।

তিনি যোগ করেন, ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হওয়ার দরুন গোটা অঞ্চল থেকে এই (জঙ্গি) সমস্যাকে নির্মূল করতে আমরা একসঙ্গে কাজ করে চলব। এই ধরনের ঘৃণ্য হামলার তীব্র নিন্দা করছি।

হাসিনা আরও বলেন, যে কোনও প্রকারের সন্ত্রাসবাদ ও হিংসাত্মক চরমপন্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা কোনও রকম প্রশ্রয় না দেওয়ার নীতিতেই বিশ্বাস করে বাংলাদেশ।

সোমবার রাত সোয়া আটটা নাগাদ কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ দর্শন করে ফেরা তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা। এতে সাত পূন্যার্থীর মৃত্যু হয়। আরও ১৯ জন আহত হন।

পুলিশ জানিয়েছে, বাসটি গুজরাতের ছিল। যাত্রীরাও সকলে গুজরাতের ভলসাদের বাসিন্দা ছিলেন। বাসটি সোনমার্গ থেকে বালতাল হয়ে জম্মুর দিকে যাচ্ছিল। সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস।