Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1136368_kalerkantho_picখােলা বাজার২৪।। শনিবার ,০৫ আগস্ট, ২০১৭: ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), সুপারমার্কেট চেইন মীনা বাজার এবং গ্লোবাল ডিজিটাল পেমেন্টস টেকনোলজি নেটওয়ার্ক ভিসা সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে সুপারমার্কেট কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে।

ইবিএল-মীনা বাজার ভিসা প্লাটিনাম কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা দৈনন্দিন খরচে সাশ্রয় করা ছাড়াও নিরাপদে ও সুবিধাজনকভাবে পেমেন্ট করার সুবিধা পাবেন এবং একই সঙ্গে বিভিন্ন রিওয়ার্ড ও অফার গ্রহণের সুযোগ পাবেন।

মীনা বাজার সুপারমার্কেট অনুমোদিত স্টোর থেকে প্রতি ১০০ টাকা ক্রয়ের বিপরীতে গ্রাহকরা ২টি মীনা বাজার ক্লাব পয়েন্টসহ বিভিন্ন অফার ও বিশেষ প্রমোশন লাভের সুবিধা পাবেন।